১নং জয়পুর ইউনিয়ন টি প্রত্তন্ত এলাকায় অবস্থিত। ইউনিয়ন টি উপজেলা থেকে ১৬ কিমি দুরে। ইউনিয়নে দুটি ভবন আছে । একটি পুরাতন ভবন ও একটি নতুন ভবন আছে। পুরাতন ভবনের সামনে একটি বড় বট গাছ আছে। এই গাছটি বয়স আনুমানিক ৫৯ বছর হবে। গাছটি চতুর সাইডে ডালপালা ছিটিয়ে আছে। গাছটি দেখতে খুব সুস্দর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস